ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

ব্যাংক ডাকাতির ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো। অপহরণকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে দ্রুত উদ্ধারে সব রকমের কাজ চলছে।


তিনি বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তারা আলোচনার মাঝখানে এ ঘটনা ঘটিয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানে হামলা, বিদ্যুৎ কেন্দ্রে হামলা, ভলভো বাসে আগুন, শিল্প প্রতিষ্ঠানে আগুন একই সূত্রে গাঁথা কিনা দেখা হচ্ছে। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ১১ জনকে আটক করা হয়েছে।

ads

Our Facebook Page